কালো রংয়ের ব্ল্যাকবোর্ড দেখে গিলে ফেলতাম
সাদা সাদা চক ;
....থেমে থেমে বৃষ্টি-বাদলের পালাবদল
গুড়ো পাউডার মেখে বর্নবদল ঘটে যেতেই
জানালার ওপাশ থেকে ডেকে যেতো
সোনালী কাবিন ;
....কালো আকাশের মেঘে সরে যাচ্ছে তুলো;
একদিন রাত হবে বলে চন্দ্রিমা উদ্যানে
আয়তাকার চোখ
আগলে রেখেছি আলোকচ্ছটা,
নেহায়েত কিছুই করার নেই বলে
জরী তুমি ফিরে যাও অরণ্য উপত্যকায় ।
(২৩-৯-০৭ইং)
Saturday, March 8, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment