Saturday, March 8, 2008

আমাদের কথা বলা

ও আমার কথা বলছে
আমি ওর

মাঝখানে একটা নদী বয়ে গেলে কেউ কারো কথা শোনে না
শুনশান হয়ে পড়ে

অবিকল সন্ধ্যার মতো


তারপর নিরব

বাগিচায় ফুটে ফুল হরেক রকম


আজকাল আমাদের মাঝে কথা হয়
না হয় মুকাভিনয়
অথচ
আমি আর সে মাঝ-নদী বরাবর সাঁকো খুঁজছি
যেখানে
মোহনার বুকে চর উঠে কৃষকায় হয়ে গেছে ....

No comments: