এখন রোদ দেখছি অথচ যে সকালটা গত তা ছিলো অন্ধকার
সিড়ি বেয়ে নামতেই হোচট খেয়েছি বারংবার আর রোশনাই উপচে পড়েছে চায়ের আড্ডায়
গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বলে সানাই শুনতে না
পাওয়ার অপরাধবোধ পেয়ে গেলে প্রিয় একজনকে মানবী ঠাউড়ে ছিলাম
তাও হতো যদি সে কেন এলো না
তা নিয়ে মস্ত বড় একটা প্রবন্ধ রচনার
দায়ভার নিজ কাঁধে না নিতাম
শেষ মেষ রোদ নামতেই কুইক ল্যান্ডিং হয়ে গেলো বেরসিক বাতাসের ঘনত্বে আমি কিনা
চুপচাপ
আনা গোনা দেখে বলছি সকাল মাত্র গত হলো
বিকালটা পড়ে আছে অন্ধকার সমেত অতঃপর
বলেশ্বর নদীতে বান এলো আশে পাশের গোল পাতায় হামাগুড়ি দিতে দিতে
আর
নাটকের শেষ অংকে পর্দা নামার আগেই
আমি বেমালুম লাপাত্তা
(১৬-১১-০৭ইং)
Sunday, March 9, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment