Sunday, March 9, 2008

বলেশ্বর নদীতে বান এলো

এখন রোদ দেখছি অথচ যে সকালটা গত তা ছিলো অন্ধকার

সিড়ি বেয়ে নামতেই হোচট খেয়েছি বারংবার আর রোশনাই উপচে পড়েছে চায়ের আড্ডায়

গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল বলে সানাই শুনতে না
পাওয়ার অপরাধবোধ পেয়ে গেলে প্রিয় একজনকে মানবী ঠাউড়ে ছিলাম

তাও হতো যদি সে কেন এলো না
তা নিয়ে মস্ত বড় একটা প্রবন্ধ রচনার
দায়ভার নিজ কাঁধে না নিতাম

শেষ মেষ রোদ নামতেই কুইক ল্যান্ডিং হয়ে গেলো বেরসিক বাতাসের ঘনত্বে আমি কিনা
চুপচাপ

আনা গোনা দেখে বলছি সকাল মাত্র গত হলো
বিকালটা পড়ে আছে অন্ধকার সমেত অতঃপর

বলেশ্বর নদীতে বান এলো আশে পাশের গোল পাতায় হামাগুড়ি দিতে দিতে
আর

নাটকের শেষ অংকে পর্দা নামার আগেই
আমি বেমালুম লাপাত্তা

(১৬-১১-০৭ইং)

No comments: