Tuesday, April 1, 2008

বেঘোরে

সব কিছু দ্বিতীয়বার দেখছি। সবকিছু বেঘোরে।

ভাবলাম জ্বালিয়ে দেই আগুন। পুড়ে ফেলি জলসা ঘর। দেয়াশলাই খুঁজতে গেলাম চন্দ্রপাহাড়।

কটা কাঠির বিপরীতে অনেকগুলো না-বোধ। অনেকগুলি ঘৃণা।

বার বার একটি করে ছুড়ে দেয়া তৃতীয় কবিতা।

ময়ুরের পেখম মেলে কাকেরা যতবার ছদ্মবেশে । প্রতিবার কালো পালক ঝরে পড়ে।

ফুল শয্যায় তোমাকেও একসাথে দুটো করে পেয়েছি। জানতে দেই নি কাউকেই।

ক্ষমা করো। সবি বেঘোরে।

No comments: