Tuesday, April 1, 2008

রং

মুখ টিপে হাসতে যখন
কথারা আড়াল হতো প্রলম্বিত রেখায়।

তুমি রংয়ের কথা বলতে,
দেয়ালের রং

দেয়ালিকার প্রচ্ছদের কথা বলতে।

রংয়েরা গল্প বলে এ কথা বিশ্বাস করতে।

আমি তোমার ত্বকের স্পর্শে বলতাম
কোনো রং গভীর নয়
যতটা কালোরা হয়।

গভীর যতটা চিবুকে ততটা ক্ষত মিশে যায় ত্বকে।

একটা তিলে সমরখন্দ কেনা হতো,
সমতলভুমি ছেড়ে হিমবাহ এর পথ ধরে

তুমি আসতেই রংবাজ হয়ে যেতাম আমি।

No comments: