Tuesday, April 1, 2008

মানুষ শুধু মানুষ হয়ে যাও


ভেবেছিলাম অরণ্যের কথা। ঘনো ঘনো কিছু সবুজাভ আলো।
ভেবেছিলাম সাগরের কথা। ঘনো ঘনো কিছু শুভ্র ফেনিল ঢেউ।
ভেবেছিলাম আকাশের কথা। ঘনো ঘনো কিছু নীলাভ মেঘ।
ভেবেছিলাম মাটির কথা। ঘনো ঘনো কিছু পলল মাটি।

ওরা আমাকে ভাবতে দেয়নি।
ওরা আমাকে জানতে দেয়নি।
ওরা আমাকে বুঝতে দেয়নি।
ওরা আমার সবকিছুতেই আমাকে নির্বাসিত করেছে।


খুব ইচ্ছে ছিলো বলে যাই।
আমি ওজোনের নিশ্বাসে গলে যাবো ।
নেমে যাবো তর তর করে হিমবাহ হয়ে।
ক্ষীয়মান শুভ্রতায় বিষাক্ত হবো। তবুও পারমানবিক চুল্লীর আশ পাশ ঘিরে লিখে যেতে চাই। একটি বাক্য।


এপিটাফজুড়ে লম্বা একটি লাইন।

পেরুভিয়ান পাহাড়ের আদিম বসতিতে
ইজিপসিয়ান মরুভুমির বালিয়াড়ি ঘুরে
আর্কটিক বরফের ইগলু দেয়ালে
হিমালয়ান পার্বত্যে
এবং
প্রিয় বাংলায়

”মানুষ শুধু মানুষ হয়ে যাও”

No comments: