Tuesday, November 25, 2008

নীল জোছনায়

কালবিলম্ব না করে আমি খুজিঁ পথরুদ্ধ সভা এবং
ভগ্নাংশের ত্রুটি এড়িয়ে - প্রচ্ছন্নতা

নিঝর্র অবয়বে দুপুর দূরত্ব চষে ফেলি রাতের অন্ধকার
আলোর আলেয়ায় নীল জ্যোছনা ও জলের খেলায় ক্রমশ অনুবদ্ধ হয়

হয় হয় এবং হয়তবা ; কালবিলম্ব না করে

আমি খুজিঁ এক মুঠো শিশির বৃষ্টি

শীতের কুয়াশায় জমাট পুকুর ছুঁয়ে ছুঁয়ে
ঘেমে যাওয়া পিঠের কেশরে তাহার লবনাক্ত ছাপ

বয়ে যায় শ্মশান নিস্তব্ধতায় অমিলন উষ্ণতা

দূর হতে থাকে ঘনত্বের সবকটি আলো-ছায়া ; তাহার লাগি

তার লাগি

No comments: