বদলে গেল সে এবং অন্য তুমি
বদলে গেলে অনেকটা
সামনের দেয়ালের মত
ফারাকটা সমান্তরাল হতে হতে খানিকটা কাছের ছিল
সামনের আয়নার মত
বদলে গেল সে যেমনটা ছিল তুমি
বদলে গেলে অনেকটা
সোজা এক রেখায় ভর করে একেঁ যাচছিলাম একটি গ্রামের দৃশ্য
কচি হাতের ছাপে
রঙিন গ্রাম
সামনের খোলা আকাশের মত
অন্ধকার বিচ্ছেদে কাতর অথচ তারার ঝলকানি
বদলে গেল সে এবং তার লাল টিপ
যেমনটা বদলে গেলে -
সূর্যাস্ত
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Nice sharing.
Post a Comment