Tuesday, November 25, 2008

বদলে যাওয়া সুর্যাস্ত

বদলে গেল সে এবং অন্য তুমি
বদলে গেলে অনেকটা

সামনের দেয়ালের মত

ফারাকটা সমান্তরাল হতে হতে খানিকটা কাছের ছিল

সামনের আয়নার মত

বদলে গেল সে যেমনটা ছিল তুমি
বদলে গেলে অনেকটা

সোজা এক রেখায় ভর করে একেঁ যাচছিলাম একটি গ্রামের দৃশ্য
কচি হাতের ছাপে
রঙিন গ্রাম

সামনের খোলা আকাশের মত

অন্ধকার বিচ্ছেদে কাতর অথচ তারার ঝলকানি

বদলে গেল সে এবং তার লাল টিপ
যেমনটা বদলে গেলে -

সূর্যাস্ত