Tuesday, November 25, 2008

বদলে যাওয়া সুর্যাস্ত

বদলে গেল সে এবং অন্য তুমি
বদলে গেলে অনেকটা

সামনের দেয়ালের মত

ফারাকটা সমান্তরাল হতে হতে খানিকটা কাছের ছিল

সামনের আয়নার মত

বদলে গেল সে যেমনটা ছিল তুমি
বদলে গেলে অনেকটা

সোজা এক রেখায় ভর করে একেঁ যাচছিলাম একটি গ্রামের দৃশ্য
কচি হাতের ছাপে
রঙিন গ্রাম

সামনের খোলা আকাশের মত

অন্ধকার বিচ্ছেদে কাতর অথচ তারার ঝলকানি

বদলে গেল সে এবং তার লাল টিপ
যেমনটা বদলে গেলে -

সূর্যাস্ত

একটি হলুদ শহরের বৃত্তান্ত

নীল জোছনায়

কালবিলম্ব না করে আমি খুজিঁ পথরুদ্ধ সভা এবং
ভগ্নাংশের ত্রুটি এড়িয়ে - প্রচ্ছন্নতা

নিঝর্র অবয়বে দুপুর দূরত্ব চষে ফেলি রাতের অন্ধকার
আলোর আলেয়ায় নীল জ্যোছনা ও জলের খেলায় ক্রমশ অনুবদ্ধ হয়

হয় হয় এবং হয়তবা ; কালবিলম্ব না করে

আমি খুজিঁ এক মুঠো শিশির বৃষ্টি

শীতের কুয়াশায় জমাট পুকুর ছুঁয়ে ছুঁয়ে
ঘেমে যাওয়া পিঠের কেশরে তাহার লবনাক্ত ছাপ

বয়ে যায় শ্মশান নিস্তব্ধতায় অমিলন উষ্ণতা

দূর হতে থাকে ঘনত্বের সবকটি আলো-ছায়া ; তাহার লাগি

তার লাগি

অসমাপ্ত কবিতা

একটি লেবু গাছ অনায়াসে বদলায় সবুজ চা পাতা
এবং
বন্ধ দরজার সামনে পুরোনো কপাট

এই দুটির কথা ভাবতেই পার করে দিলাম গত বসন্ত ;
আর এখন কালো কালো মেঘের আনাগোনায় ভীত
একটি ইউক্লিডিয় জ্যামিতির কথা ভাবছি

তুমি -

ও বাতাসে দোদূল্যমান অনেকগুলো আটপৌরে কবিতা একসাথে

কিংবা বিভাজ্য লেবুর দু'ফোঁটা

সোনালী হাসের কথা-

সোনালী হাসের কথা-
----------------------

তিনি কী ভাবছেন রোশনাই জ্বেলে যাবে
ঋতুহীন বেদনা
থেমে থাকা কাশবনে
একাকী হাঁস ; সোনালী হাঁস

অসমাপিকা ক্রিয়ায় - প্রতিক্রিয়ায়

তিনি কী ভাবছেন নিভে যাবে সান্ধ্য আলো
রসায়নে - রসায়নে
ফোঁটায় ফোঁটায় নেমে আসা
লবনাক্ততার চোরাবালি
ছুঁয়ে ছুয়েঁ ক্রমশ বিন্দু

লেপ্টে থাকা সবুজ ঘাসের মসৃন পিঠ জুড়ে
তিনি কী ভাবছেন - সোনালী হাঁস এবং দূরাকাশ

এক হবে অথবা ছড়াবে লেলিহান শিখা

স্বপ্নভ্ঙ্গের সুর

সন্ধ্যা হলেই
স্বপ্নভঙ্গের সুরগুলো অযথা আনচান করে ফেলে

ঝুলানো পর্দা - অগোছালো কাপড় - সদ্য ছাদ হতে নেমে আসা
কমলা রোদ

আমি দেখি নগ্ন পা -

যত্রতত্র লাল - নীল ব্লক এবঙ কিংকর্তৃব্যবিমূঢ় সন্ধ্যাবাতি
এবং
যতবার গীটার ছুঁয়ে দেই স্বপ্নের সুর উঠে
বাজে টুংটাং - টাংটুং

সুরে সুরে

স্বপ্নগুলো নামতে থাকে সিড়ির পর সিড়ি
অচেনা চাঁদর ঝুলে থাকে - কোনার ঘরটাতে

আমি দেখি পিরামিড - সাদা রং মুছে গিয়ে কালো ছায়ার আড়াল

দেয়ালে ঝুলানো

হাটঁতে থাকে তারা রাতের ঘুম পেরিয়ে - প্রতিরাত শেষে ভেংগে পড়ে কোন এক দ্রাঘিমায়