Friday, March 7, 2008

একটি মোরগের ডাক

মোরগের ডাক শোনা যায় না
মধ্যদুপুরে এমন ভ্রানি-বিলাস ছিলো-


কুকরুউউ কুক ! কুকরুউউ কুক !!


অথচ আমার সামনের স্ফটিক পর্দা নড়াচড়া শুরু করতেইআবার ডাক

-কর্ণিয়া ঘুরেলো বৃত্তাকার
যখনি আমি ঠিক তখনি লাল মোরগটা ঝুঁটি নাড়ছে
নাড়তেই বুকের কাছে ব্যাথাটা ক্রমশঃ তীব্রতর

ভাবছি এবার ওর কাছে গিয়ে বলবো আর কতো ব্যাথা হবে

শব্দদূষণে

No comments: