Tuesday, April 1, 2008

বর্ন কবিতা

ক.
সমান ভাবতেই তৃতীয় নয়ন জুড়ে এলে তুমি।
তাই
কাউকে ভালবাসতে নেই যতটা চন্দ্রবিন্দুতে এসে হাফ ডান,

ক হতে চন্দ্রিমা উদ্যান
তুমি জোছনা হয়ে থাকো।


খ.
খাদ্যনালীতে আটকে যেতে
তোমার নাম ভাসছিলো ব্ল্যাকবোর্ডে।

পাকস্থলীতে আজকাল কিছুই হজম হয় না
রসনা বিলাস ছেড়েছি বটে।

বিলাসিতার কথা ভাবতেই তোমাকে বাদ দেই
প্রতিদিনকার সিডিউল থেকে।


গ.
হীন বন যতটা কাছে আসে
ততটা রিমঝিম বৃষ্টি ।

জানিস তো আমাজানে প্রায়ই বৃষ্টি হয়
গাছেরা আকাশ ছোঁয়
পিরানহা দল বেধে আসে।

ম্যানগ্রোভ মূল আকাশ তাকায়
বৃষ্টির ফোঁটা গিলতেই থাকে।


ঘ.
রের জানালা খোলা ছিল।

আলোরা এসে টেবিলের কাছাকাছি
একটা কবিতার বই
সংশ্লেষিত হতে থাকে

আরেকটি কবিতা জন্ম নেবে বলে।

কবিতার আবার জন্ম নেয়া অবান্তর নয় কি

সে তো জন্ম থেকে জ্বলছি ..

ঙ.
সেজেছিল এক রাজকুমার।

রংয়ের আকাশ জুড়ে
মেঘেরা হটায় কালো ধোঁয়া
রাজকুমারের আজ শেষকৃত্য

তাই কবিরা রাজপ্রসাদে
প্রজারা হাভাতে।

তাতে কি? আজ তো অবেলায় বৃষ্টি নামবেই।


চ.
চাইতে নেই বলে পরিস্কার হয়ে গেলো সবকিছু,
এক রাতের প্রহসনে ত্রিশালের সমতল।

তত্ত্বাবধাকীয় চালে কিস্তিমাত
ঘন কুয়াশায় ঢাকা পড়ে
ঘন কাশবন।

চাওয়া হয় নি তাই অনেক কিছুই।


ছ.
ছুড়ে দেয়া হয়েছিল।

তাই ডাস্টবিন থেকে কুড়িয়ে নেয়া।
এক প্যাকেট বিরানির উচ্ছিস্ট আরএক প্রস্থ বদ রক্ত।

সব কী ছুড়ে দিতে হয়?


জ.
জাহাঁবাজ এক সেনাপতি
জানতে পারেন নি কখনো

কতটা বুলেটবিদ্ধ হলে মানবতা আহত হয়।

প্রতিটি আগ্রাসনে-

একটি পারমানবিক বোমা
একটি দ্বিখন্ডিত ভুমি।

তিনি কখনো জানতে পারেননি
একটা বুলেট কতটা অন্ন দিতে পারে বিনিময়ে।


ঝ.
ঝাউ গাছটা বড় হলো।

সত্যি !
চতুর লোকটি জানতেন সেটি
তবুও সবার অগোচরে তিনি
প্রশ্নবিদ্ধ করে দিলেন।

ঝাউ গাছ আর অন্য সবকিছু।


ঞ.
মিঞা বাড়ির পাশ ঘেষে কখনও চপ্পল পড়তে নেই
ছাতা তো দুরের কথা।

সেটা গণতন্ত্রে হোক কিংবা সামন্ততন্ত্রে।

রহিম চাচার সাত বছর বয়সী ছোট ছেলেটা কি সেটা জানে?


ট.
টাকা শতখানেক
লেখা থাকে < চাহিবামাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে।

কেউ কি চায়?

সবাই তো কেড়ে নেয়।


ঠ.
ঠুনকো কথায় কিছু হয় না।

হতে নেই। হলেই বা দোষ কি?

কথা বলেই তো ঠুনকো না হলে তো গ্রানাইট পাথর।

হীরের বা দোষ কি > না ভাংলে কেটেই ফেলি।


ড.
ডালিয়ার কথায় প্রথম সপ্তাহ।
ডানদিকে মোড়ে দাড়িয়ে ঠায়
রোদেরা মাথার কাছে খেলা করে

আজ শুভ দিন বলে ট্রাফিক মোড়টা আটকে যায়
যান্ত্রিকতা হুমড়ি খায়
ডালিয়ার দ্বিতীয় সপ্তাহে।

No comments: