Tuesday, April 1, 2008

জলীয় অথবা বাষ্পীয়


প্রথম নিশ্বাসে শব্দ এসে যোগ করে একটি মৌলিক সংখ্যা।
১ হতে হতে প্রতিবার ভাইটালিটি ভাবি। ফার্টিলিটি তেমন একটা না।


গত রাতে সোমার হাত ধরে বলেছিলাম
আলফা লেভেলে চলো দুজনে বেড়িয়ে আসি।


পরিধি নিয়ে ভাবতে নেই।
ওরা সীমানা ফেলে কখনোই কিছু ভাবে না।
রাস্তার পাশে পড়ে থাকা মাইক ধরে টান দিতেই <> হয়ে যায় সবকিছু।

তর তর করে ডেসিমাল কমতে থাকে
জানোই তো এই চৌরাস্তায় শব্দদূষণ সংরক্ষিত।

চলো মাইক্রোফোন হাতে নেই।


তিনি তো জম্পেশ আছেন ঢালীয় প্রবাহে।
অহেতুক জ্যামিতিক ভাবনা আসতেই গুণিতক হওয়া

কিছু সরল অংকের বন্ধনী
থেমে যাওয়া শেষ সমর্পনে।

বারবার বলি লাইব্রেরীটা ওভাবে আগলে রেখো না
তারপরও এল-শেপড সবকিছু অভিধানিক হয়ে পড়ে।

আমি স্মিতহাস্যে !


জলীয় পদার্থের উপর খুব একটা ভরসা করতে নেই।

সুযোগে অবয়ব বদলায় ।
বাষ্পীয় হতে সময় নেয় না কয়েক সেকেন্ড।
কখনও ঐ কখনো ঙ হয়ে যায়।


তবু মাঝে মাঝে কিছুই হয় না। হয়ে পড়ে আশ্রিত মহাকাশের। কখনো বিলীন।

No comments: