Tuesday, April 1, 2008

চোখেরা কথা বলে


দুটি চোখ ।
চলে গেলো দীর্ঘ রেখায়।
কাজলেরা মিশে মিশে কালো হতেই
টানা হলোকাজল রেখা।
একটু বাঁক নিতেই আমার দিকে ফেরালে।
বাঁকা চোখে। সোজা চোখে। বন্ধ চোখে।
আড়মোড়া ভাংগে আধো অন্ধকার।
আলো হয়ে চোখেরা তাকায় তুমি প্রিয় হয়ে যাও তৎক্ষনে।
চোখেরা তোমার হয়। তুমি তাদেরি।


একটা টোল পড়বেই তোমার গালে।
টোলেরা সহসা সরে যায় । ফিরে আসে দু’গাল ছুঁয়ে।
গালেরা হাত। হাত থেকে অপলক ভাবনা।
অপলক দেখতে নেই বলে ভাবতে থাকো।
রিস্ট ওয়াচ হেসে বলে আমি আছি। ক্রমাগত কথা বলি।


চোখেরা কথা বলতোই।
আর ঠোটেরা ইশারায় ডেকে আনতো
ঐন্দ্রিজালিক সাদা প্রচ্ছদ।

সাদা বলতেই তুমি হাসতে।
ক্যাফেটেরিয়ার টেবিলে কফিরা আর
ওপাশের যুবক।
তুমি ভাবতে যুবকের ওপাশে কি ?

No comments: