Tuesday, April 1, 2008

দন্ডহীন অবয়বে

একটা কালো আকাশ । কালো হতেই আমি নেমে আসি নিজের মধ্যে।

আমি বিক্ষিপ্ত হতে চাই না। তবুও কাঁচেরা ভেংগে পড়ে। কপোলের কাছাকাছি।

রক্তপাত ভালো নয়। যদি তোমার রক্তে ঋনাত্মক পাওয়া যায়। ব্লাড ব্যাংকে নিরপরাধ হয়ে যাই।

দন্ডহীন একটা অবয়বে দন্ডিত হতে হবে। নতুবা আকাশ জুড়ে বৃষ্টি নামবে না।

আমি বিক্ষিপ্ত হই না । আমি শীতল হতে চাই। বারবার চিৎকার করেছি।


কালো আকাশের আঁচল ধরে বলতে চাই। জনগণ তোমরা ভয় পেয়ো না।
সহসা পললভুমি পাবে তোমরা।
শস্য ফলাবে।

তারপর মেঘ ঘনালে একা একা হাঁটতে থাকি
আর তাকে বিল
চলো আমরা মেঘের পুরুত্ব মাপি..

No comments: