Tuesday, April 1, 2008

অচেনা বন্দর

একটি র্নিবোধ স্বপ্নচারন করে এ শহরের নাগরিক তোমরা সবাই রাত দেড়টায় জেগে উঠো ।
প্রমত্ত শব্দে হেটে চলে অগ্রজ

প্রথম সঙ আবাস ছাড়তেই রাতভর সুনশান
অচেনা মৃত্তিকায় তারা ঘাটি গড়ে।

রাতেরা পর্দানসীন হয় বলে জোছনা নামে। আজ পূর্ণিমা তাই-

প্রহেলিকা নাচন নাচতেই বেআব্রু তুমি হয়ে যাও ধর্ষিতা না হয়ে



No comments: